২৪ এপ্রিল, ২০১৬ ১৭:৫৯

রোবট কর্মচারী নিয়ে শপিংয়ে! (ভিডিও)

অনলাইন ডেস্ক

রোবট কর্মচারী নিয়ে শপিংয়ে! (ভিডিও)

বিশ্বের অনেক দেশেই এখন অফিস, বাসাবাড়ি, রেঁস্তোরা, মার্কেটে কর্মচারী হিসেবে রোবট নিয়োগ করা হচ্ছে। এগুলো খবরেও আসছে। সম্প্রতি আট রোবট কর্মচারী নিয়ে শপিংয়ে গিয়ে খবরের শিরোনাম হলেন চীনের এক ধনাঢ্য ব্যক্তি।

চীনের গুয়াংঝোর একটি শপিং মলে ওই ব্যক্তি রোবট নিয়ে রাজকীয় কায়দায় শপিং করেছেন। বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটা ও খাওয়ার সময় রোবটগুলো তার শপিং ব্যাগ বহনের কাজে ছিল।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমে এ ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল সাইটগুলোতে হিংসা ও অহংকারের বহি:প্রকাশ হয়েছে বলে সমালোচনা শুরু হয়েছে। এমনকি সংবাদমাধ্যমগুলোও সরাসরি ওই ব্যক্তিকে 'তুহাও' হিসেবে অভিহিত করেছে। তুহাও শব্দটা চীনে ব্যাঙ্গাত্মক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ, যারা হঠাৎ ধনী হয়ে গেছেন কিন্তু স্বভাব আগের মতোই ছোটলোক টাইপের রয়েছে, তাদেরকে ‍তুহাও বলা হয়।

ভিডিও:

বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর