ছোট পোশাক পরার 'অপরাধে' কোন ব্যক্তি যদি আপনার চরিত্র নিয়ে প্রশ্ন করে, তা কি খুব ভাল লাগবে আপনার? এবার এমন ঘটনাই ঘটল বেঙ্গালুরুতে। ছোট পোশাক পরার জন্য অটোচালকের কুমন্তব্যের শিকার হলেন সাংবাদিক ঐশ্বর্য সুব্রমনিয়ন।
ঐশ্বর্য অটোয় চড়লে, ওই অটোচালক হঠাৎই তাকে ভদ্র পোশাক পরার পরামর্শ দেন। ঐশ্বর্য বুঝেছিলেন ছোট পোশাক পরার জন্যই এহেন কথা শোনানো হল তাঁকে।
কিন্তু এই ঘটনার প্রতিবাদ করায় হিতে বিপরীত হল। অটোচালক ঐশ্বর্যের পোশাক এবং আচরণকে 'বেশ্যা'-র আচরণের সঙ্গে তুলনা করেন।
এতেই থেমে থাকেনি পুরো ব্যাপারটা। ঐশ্বর্য ঘটনার প্রতিবাদ করলে, সেখানকার পথচলতি লোকজন মজা দেখবে বলে একজোট হন এবং অটোচালকের পক্ষেই প্রশ্ন করেন৷
পুরো ঘটনায় হতচকিত এবং অপমাণিত ঐশ্বর্য বিষয়টির বিবরণ দেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সেই অটোচালকের ছবিও পোস্ট করেন ঐশ্বর্য।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন