গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের কর্মচারীরা সোমবার সকালে যথানিয়মে কাজকর্ম শুরু করেছিলেন। হঠাৎ অফিসে একের পর এক ফোন আসতে খাকে। সাধারণ মানুষ ফোন করে অভিযোগ জানাতে থাকেন কর্পোরেশনের ওয়েবসাইট খুললেই নাকি দেখা যাচ্ছে সানি লিওনের অর্ধ নগ্ন ছবি! এসব অভিযোগ শুনে অবাক হন কর্মীরা। ওয়েবসাইটটি খুলে দেখেন অভিযোগ আসলেই সত্য।
এদিকে সরকারি ওয়েবসাইটে সানির খোলামেলা ছবি নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা।
পরে অবশ্য টেকনিক্যাল টিমের সাহায্য নিয়ে তাড়াতাড়ি ছবিটি সাইট থেকে সরিয়ে ফেলে কর্তৃপক্ষ।
কর্পোরেশন অবশ্য এই অদ্ভুত কাণ্ডের কোন সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেনি। কর্পোরশনের উর্দ্ধতন কর্মকর্তারা বলেছেন, সাইটটি হ্যাক করা হয়েছিল নাকি যারা এ সাইট দেখাশোনা করেন তারাই এই কাণ্ড ঘটিয়েছেন তা অনুসন্ধান সাপেক্ষ।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৭