উচ্চতা ১ হাজার ৭০ ফুট। পাহাড়ের শরীর বেয়ে তৈরি বাড়ি, যার সিঁড়ির কাজ করে এই লিফট্।
ভাবছেন পাহাড়ে এত উচ্চতায় লিফট্ কিভাবে সম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছে চীন।
চীনের 'বাইলং এলেভেন্টর' এখন সারা বিশ্বের বিস্ময়। এক একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ছড়িয়ে পড়ছে ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে।
২ মিনিটেই এই লিফট্ শূণ্য থেকে পৌঁছে দেবে ১ হাজার ৭০ ফুট উচ্চতায়। একবারে ৫০ জন এই লিফটে্ চড়তে পারবেন। চীনের ঝাংজিয়াজি ফরেস্ট পার্কেই এই আশ্চার্যজনক লিফটে্র অবস্থান। চীনের মানুষের মুখে মুখে যার পরিচয়, 'Hundred dragons sky lift'।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৬