মাতৃদুগ্ধের ব্যাঙ্ক বিদেশে খুবই সাধারণ ব্যাপার হলেও বাংলাদেশে এখনও এর প্রচলন ঘটেনি। তবে পার্শবর্তী দেশ ভারতে এই ধরনের ১৪ টি ব্যাঙ্ক রয়েছে।
সম্প্রতি আরও একটি পাস্তুরাইজড মাতৃদুগ্ধের ব্যাঙ্ক চালু হয়েছে ভারতে। মঙ্গলবার দিল্লিতে ‘আমারা’ নামে এই ব্যাঙ্কটি চালু হয় দু’টি বেসরকারি সংস্থার উদ্যোগে।
বছর দু’য়েক আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভারতের একমাত্র মাতৃদুগ্ধ ব্যাঙ্ক চালু হয়।
সংস্থার এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, অনেক সময়ই শারীরিক পরিস্থিতির জন্য দুগ্ধ উৎপাদনে মায়েরা অক্ষম হয়ে থাকেন। এ ছাড়াও রাস্তাঘাটে এমন অনেক শিশুর খোঁজ মেলে যাদের মায়ের পরিচয় জানা যায় না। অপুষ্টিতে ভোগা এই সব শিশুদের জন্যই মাতৃদুগ্ধের ব্যাঙ্কের সূচনা। এর ফলে শিশু মৃত্যুর হারও কমানো যাবে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-০৬