ভারতে ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পুলিশ, আইন, শাস্তি, ফাঁসি, জেল, জরিমানা করেও কোনো লাভ হচ্ছে না। বরং মানুষ রূপে ঘুরে বেড়ানো বিকৃত মস্তিষ্কের অমানুষরা প্রতিদিনই এরকম জঘন্য ঘটনার জন্ম দিচ্ছে। আর দিনের পর দিন সেই ঘৃণ্য মানসিকতার শিকার হচ্ছে নারীরা। আবারও সেই নৃশংস ঘটনা দেখা গেল ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ের খাদারপুর গ্রামে। ২০ বছরের একটি মেয়েকে ১৮ জন মিলে গণধর্ষণ করল! খবর জি নিউজের।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই মেয়েটি বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে হঠাৎ দেওয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে ৩ জন ব্যক্তি। এরপরেই তাঁর মুখ রুমাল দিয়ে চেপে ধরে। রুমালে ক্লোরোফর্ম জাতীয় কোন বস্তু থাকায় সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর বাড়ি থেকে খানিকটা দূরে নিয়ে ১৮ জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে জানা গেছে।
নির্যাতিতা ওই নারী জানিয়েছেন, ১৮ জন ধর্ষক তাঁদের এলাকারই। পরে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব