শিশুর সবথেকে নিরাপদ আশ্রয় হল তার মা। মা-ই পারে শিশুর সবথেকে বেশি খেয়াল রাখতে। কিন্তু সেই মা যদি হয় শিশুর মৃত্যুর কারণ! শুনে হয়ত আঁতকে উঠলেও সম্প্রতি এমনই একটা ঘটনা ঘটেছে চীনে।
নিজের ২ বছরের শিশুকে রাস্তায় একা ছেড়ে দিয়ে মা ব্যস্ত হয়ে পড়েছিলেন মোবাইল ফোনে। তিনি ফোনে এতটাই ব্যস্ত ছিলেন যে পেটের বাচ্চাটির দিকে একটু নজর ছিল না তার। এদিকে, অগোচরে শিশুটি ফুটপাথ পেরিয়ে হামাগুড়ি দিয়ে চলে আসে রাস্তার মাঝখানে। আর তখনি ঘটে বিপদ। সামনের দিক থেকে আসা একটি গাড়ি শিশুটিকে দেখতে না পেয়ে তার উপর দিয়ে চালিয়ে দেয় গাড়ি। তখন শিশুটির চিৎকারে যেন জ্ঞান ফিরে পায় মা।
এঘটনাযর সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটির ডাইভার শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছিল। ছোট্ট শরীরটায় তখন আর প্রাণ ছিল না। মায়ের সামান্য অবহেলা মাত্র ২ বছর বয়সেই কেড়ে নিল শিশুটির প্রাণ।
ভিডিও:
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব