আগে বিশ্বে শত আয়ুর মানুষের সংখ্যা ছিল খুবই সামান্য। এখন শতায়ু মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার। ২০৫০ সালে এই সংখ্যা পৌঁছবে ৩৬ লক্ষ ৭৬ হাজারে।
কিছুদিনের মধ্যেই ১০ লক্ষেরও বেশি মানুষ শতায়ুর সীমা ছোঁবেন। ওয়াশিংটনের ‘পিউ রিসার্চ’ সেন্টারের সমীক্ষায় অবাক করা এমন তথ্য উঠে এসেছে।
গত বছর ৬৫ বছর বা তার থেকে বেশি বয়সের মানুষের প্রতি হাজারের অন্তত ৭.৪ শতাংশ জনের বয়স ছিল ১০০ বা তার বেশি। ২০৫০ সালে এটা ২৩.৬ শতাংশ ছোঁবে বলে দাবি করা হয়েছে ঐ সমীক্ষায়।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বাঁচে।
১। মোনাকো— ৮৯.৫২%
২। জাপান— ৮৪.৭৪%
৩। সিঙ্গাপুর— ৮৪.৬৮%
৪। ম্যাকাউ— ৮৪.৫১%
৫। সান ম্যারিনো— ৮৩.২৪%
৬। আইসল্যান্ড— ৮২.৯৭%
৭। হংকং— ৮২.৮৬%
৮। আন্দোররা— ৮২.৭২%
৯। সুইৎজারল্যান্ড— ৮২.৫০%
১০। গুয়ানসে— ৮২.৪৭%
চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, নানা ধরনের ব্যালান্স ডায়েটে মানুষের গড় আয়ুর হার বৃদ্ধি পাচ্ছে। এর জন্যই শতায়ু মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/ হিমেল-১৩