চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ে ধরা। এই 'মহা বিদ্যা'র নানা রকম গল্প নিশ্চয় আপনি শুনেছেন। কখনো তা আপনার বাড়িতে হয়েছে, কখনও অন্যের বাড়িতে। কিংবা অভিনব চুরির গল্প শুনেছেন কোন বন্ধুর কাছে। কিন্তু এমন অদ্ভূত চুরির কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন দোকানে। এটা ওটা দেখতে দেখতে হঠাৎই মহিলা ঘটালেন এক অদ্ভূত ঘটনা। দু'পাশে দেখে নিয়ে নামিয়ে নিলেন ২৪টি বিয়ার ক্যানের একটি কেস।
তারপর সঙ্গে সঙ্গে তা স্কার্টের নীচে লুকিয়ে নিয়ে আবার স্বাভাবিক ভাবে জিনিস দেখতে শুরু করলেন। যেন কিছু হয়ইনি। এমন চোরকে ধরা কার সাধ্য।
কিন্তু এই ঘটনার সাক্ষী রয়ে গিয়েছিল সিসিটিভি। সেই সিসিটিভি ফুটেজেই দেখে নিন মহিলা কী করে ঘটালেন এই ঘটনা।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-০২