ক্ল্যাশ অফ ক্ল্যানস বর্তমান বিশ্বে অনেকেরই একটি প্রিয় গেম। জানুন এই গেম সম্পর্কে অবাক করা ১০টি তথ্য—
১. এই গেমের ডেভলপার সংস্থা সুপারসেলের মূল কেন্দ্র হেলসিঙ্কি, ফিনল্যান্ডে অবস্থিত।
২. সুপারসেল এই গেম থেকে দৈনিক ৫ মিলিয়ন ডলার আয় করে।
৩. জর্জ ইয়ো নামের এক ব্যক্তি টানা ৬ মাস এক সঙ্গে ৫টি আই প্যাডে ক্ল্যাশ অফ ক্ল্যানস খেলে বিশ্ব রেকর্ড করেন। তিনি নাকি গোসল করার সময়েও এই গেম খেলতেন।
৪. পান্ডা নামের এক ব্যক্তি ক্ল্যাশ অফ ক্ল্যানস-এর গেমের পিছনে মাসে প্রায় ৭০০০ ডলার খরচ করেন।
৫. ক্ল্যাশ অফ ক্ল্যানস কীভাবে বিনা পয়সায় খেলা যায় জানেন? ক্ল্যাশ অফ ক্ল্যানস মোট আয়ের ৫০ শতাংশ আয় করে তার প্রধানতম ১০ জন প্লেয়ারের কাছ থেকে। তাই বাকি খেলোয়াড়দের কাছ থেকে তাদের কিছু আয় না হলেও কিছু আসে যায় না।
৬. ক্ল্যাশ অফ ক্ল্যানস-এর অ্যাক্টিভ ইউজারের সংখ্যা প্রায় ২ কোটি ৯৫ লক্ষ।
৭. শোনা যায়, ক্ল্যাশ অফ ক্ল্যানস-এর অফিসে কর্মচারীর সংখ্যা মাত্র ১৫।
৮. P.E.K.K.A.-র ফুল ফর্ম কী হতে পারে তা জানতে চেয়ে ২০১২ সালে ফেসবুকে একটি প্রতিযোগিতার আয়োজন করে সুপারসেল। ফেসবুক ব্যবহারকারীরা যে নামটি ঠিক করেন সেটি ছিল "Perfect Enraged Knight Killer of Assassins."
৯. ড্রাগনকে বাদ দিলে P.E.K.K.A.ই ক্ল্যাশ অফ ক্ল্যানস-এর একমাত্র চরিত্র যার চেহারা প্রতি লেভেলে বদলে যায়।
১০. ২০১৫ সালে ক্ল্যাশ অফ ক্ল্যানস-এর একটি বিজ্ঞাপনে অভিনয় করেন হলিউড অভিনেতা লিয়াম নিসন। বিজ্ঞাপনটি আমেরিকায় বিপুল জনপ্রিয়তা অর্জন করে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-১৪