১৩ আগস্ট, ২০১৬ ১৪:৩৬

লন্ডনে চালু হলো 'নগ্ন টেরেস'

অনলাইন ডেস্ক

লন্ডনে চালু হলো 'নগ্ন টেরেস'

নগ্ন রেস্তোরাঁর পর এবার যুক্তরাজ্যের প্রথম নগ্ন টেরেস চালু হল লন্ডনে। এই খুশির দিনে শহরের বহু মানুষ জড়ো হয়েছিলেন তাদের পোশাক খুলে রোদ পোহাতে ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেদের একটি দিন মনের মতো করে কাটাতে। সঙ্গে ছিল খোলা আকাশের নীচে বার।

জানা গেছে, লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে তৈরি এই ৬০ ফুট উঁচু টেরেস থেকে দেখা যাবে শহরের বেশকিছু দর্শনীয় স্থানের দৃশ্য। যাদের মধ্যে অন্যতম বিগ বেন, লন্ডন আই ও ওয়েস্টমিনিস্টার অ্যাবে। জানা গেছে, সময় কাটানোর পাশাপাশি অতিথিরা নিতে পারবে জিমের সুবিধাও।

যে সংস্থা এই টেরেসটি বানিয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই পরিকল্পনা। আরও জানানো হয়েছে যে টেরেসে যাওয়ার আগে নিজের নাম রেজিস্টার করতে হবে সকলকে। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর।

 

 

 

 

 

 

বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৬/আলম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর