১৭ আগস্ট, ২০১৬ ০৯:৫৫

মিশরের চেয়েও পুরানো বিশ্বের প্রথম পিরামিড কাজাখস্তানে!

অনলাইন ডেস্ক

মিশরের চেয়েও পুরানো বিশ্বের প্রথম পিরামিড কাজাখস্তানে!

পিরামিড মানেই তো মিশর। ফ্যারাওদের বিস্ময়কর সমাধি। প্রাচীন মিশরের আশ্চর্য প্রযুক্তির প্রতীক। কিন্তু মিশরবাসীর সেই গর্বের সেতুটা যে একটু নড়ে গেল! পৃথিবীর প্রথম পিরামিডটি তৈরি করা হয়েছিল কাজাখস্তানে। আরও বিস্ময়ের তথ্যটি হল, কাজাখস্তানের পিরামিড তৈরি করা হয়েছিল মিশরেরও হাজার বছর আগে।

কাজাখস্তানের প্রত্যন্ত একটি এলাকায় মিলেছে পিরামিডের ধ্বংসাবশেষ। একেবারে মিশরের পিরামিডের আদলেই তৈরি হয়েছিল সেই পিরামিড। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, এই পিরামিড যখন তৈরি করা হয়েছিল, তখন মিশরের পিরামিড ছিল না। কাজাখস্তানের পুরাতত্ত্ববিদ ভিক্টর নোভোজেনভের কথায়, 'প্রায় ৩ হাজার বছর আগে ব্রোঞ্জ যুগের শেষের দিকে স্থানীয় এক রাজার নির্দেশে তৈরি করা হয়েছিল এই পিরামিড। মিশরের ফ্যারাও জোসেরের পিরামিডটির মতোই দেখতে এই পিরামিড।'

কারাগান্ডা স্টেট ইউনিভার্সিটির প্রকাশিত ছবিগুলিতে দেখা গেছে, মিশরের আদলেই একটার উপর আরেকটি পাথর চাপিয়ে তৈরি করা হয়েছিল পিরামিডটি। বিজ্ঞানীদের দাবি, সাড়ে ৩ হাজার বছর আগেও তৈরি করা হয়ে থাকতে পারে কাজাখস্তানের পিরামিড।

সূত্র: এই সময়


বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-০৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর