'পিক! পিক পিক! পিক পিক…' কোনও গাড়ির আওয়াজ নয়। একটা খেলনা কুকুর এমন আওয়াজ করছে। কিন্তু এই আওয়াজ যেখান সেখান থেকে করছে না, স্বয়ং মালিকের পেট থেকে সেই অদ্ভুত আওয়াজ করছে সে।
আসলে সে ঠিক আওয়াজ করতে চাচ্ছে না। কিন্তু তার মালিক যখনই কথা বলছে, তখনই পেটের ভিতর চাপ পড়ছে। কিংবা হয়তো একটু জোরে শ্বাস নিচ্ছে মালিক, সেই সময়ও চাপ লাগছে পেটে। আর সেই চাপ পড়ার সঙ্গে সঙ্গেই ভেসে আসছে সেই ‘পিক…পিক…' আওয়াজ।
সম্প্রতি, অ্যান্টনি নামের একটি বালক ভুল করে তার খেলনা কুকুরটি খেয়েছে৷ আর তাই সেই খেলনা কুকুরের বর্তমান আস্তানা হয়েছে অ্যান্টনির পেট। আর সেখান থেকেই বারংবার ডেকে চলেছে সে।
জানা গেছে, ছোট্ট অ্যান্টনি হাসপাতালে ভর্তি। অস্ত্রোপচারের মাধ্যমে সেই খেলনা বের করা হবে৷
বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন