নাম তার জ্যাকি গোনশার। বয়স ২৫ বছর। জর্জিয়ার এই মেয়ের জীবনের আটটা বছর কেটে গেছে হুইলচেয়ারে বসে থেকে। ১৭ বছর বয়সে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন যে। কিন্তু সুইমার জ্যাকি কোন ভাবেই মেনে নিতে পারতেন না নিজের অক্ষমতা।
নিজের মধ্যে জমতে থাকা হতাশাকেই তিলে তিলে বদলাতে থাকেন সাহসে, শক্তিতে। ভিতরের সেই জেদই সবাই দেখল তার বিয়ের দিন। হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, আট বছরে প্রথম বার হাঁটলেন জ্যাকি। আবেগঘন সেই মুহূর্ত যেন অবিশ্বাস্য তার পরিবারের কাছে। দেখুন সেই বিয়ের কিছু দৃশ্য।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-২২