এক শিকারির ভুলের মাশুল দিতে হল চীনের ফুটফুটে এক বালিকাকে। এয়ারগানের গুলিতে প্রাণ গেল ৯ বছরের ওই শিশুটির। অভিযুক্ত শিকারিদের বক্তব্য, তারা দূর থেকে বুঝতেই পারেনি তাই খরগোশ মনে করেই গুলি চালিয়েছিলেন। কিন্তু কাছে গিয়ে ভুল ভাঙে। তখন তারা দেখতে পান ওটা খরগোশ নয় শিশু। চীনের আনহুই প্রদেশে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, এয়ারগান সঙ্গে নিয়ে শিকারে বেরিয়েছিল ঝং, ইউ ও লিউ নামে তিন যুবক। দূরের একটি ফার্মে বাচ্চাকে খেলতে দেখে ঝং খরগোশ মনে করে এয়ারগান থেকে গুলি চালিয়ে দেয়। গুলি গিয়ে লাগে বাচ্চাটির মাথায়। তারা যে পিক-আপ ট্রাকে চেপেছিল, সেটি ওই ফার্মের সামনে এলে, তিন জনই দেখতে পায় তাদের শিকার কোন খরগোশ নয়, একটি বাচ্চা। সঙ্গে সঙ্গে তারা ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার কিছুক্ষণ পরে বাচ্চাটির বাবা-মা মেয়েকে ফার্মের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই বাচ্চাটির মৃত্যু হয়েছে। ডাক্তাররা জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই কারণেই শিশুটি মারা গেছে।
পরে অভিযুক্তরা নিজে থেকেই থানায় আত্মসমর্পণ করে। জেরায় তারা জানায়, ভুল করেই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-০১