ইতিহাসের বহু সাক্ষী বয়ে নিয়ে চলে পুরনো প্রাসাদ, দুর্গ এবং লাইটহাউসগুলি। বহু যুদ্ধ, বহু রক্ত এবং মৃত্যুর সাক্ষী হয় এই ঐতিহাসিক প্রাসাদ, দুর্গ এবং লাইটহাউসগুলি।
এমনই একটি লাইটহাউস হল ফ্লোরিডার সেন্ট অগাস্টিন লাইটহাউস। ভৌতিক কাণ্ড কারখানার জন্য বেশ পরিচিত এই লাইটহাউস। শোনা যায়, এই লাইটহাউসের সিড়িতে নাকি মাঝেমধ্যেই দু’জন মহিলার অবয়ব দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, মাঝেমধ্যে লাইটহাউসের সামনে ঘুরেফিরে বেড়ায় সাদা পোশাকের মহিলারা। শোনা যায় তারা নাকি হেজেকিয়া পিট নামক এক ব্যক্তির দুই মেয়ে। হেজেকিয়া এই লাইটহাউস তৈরির কাজে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। আর তার দুই মেয়ের আত্মাই নাকি এখনও ঘুরে বেড়ায় এই লাইটহাউসে। কিন্তু কেন এই অশরীরীর দেখা মেলে এই লাইটহাউসে, তাদের অপমৃত্যু হয়েছিল কিনা, সেসব তথ্য এখনও মানুষের অজানা।
এতেই শেষ নয় শোনা যায়, সিভিল ওয়ারের এক সেনা এবং লাইটহাউসের কর্মী উইলিয়াম এ হার্নকেও এখনও দেখা যায় এই লাইটহাউসের সামনে। তারা আজও রাতে আতঙ্কের সৃষ্টি করে মানুষের মধ্যে। আজও রাতের বেলায় লাইটহাউসের কাছাকাছি মানুষ যায় না।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-০২