পশ্চিমবঙ্গের ডুয়ার্সের চা বাগানে রীতিমতো তাণ্ডব চালালো একটি বাইসন। এতে জখম হলেন ৫ জন। শনিবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত সেখানকার ক্যারন চা বাগানে ভুটানের জঙ্গল থেকে বেরিয়ে আসা প্রাণীটি হামলঅ চালায়। এক কিশোর, দুই নারী এবং দু’জন পুরুষ জখম হন। পরে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের দু’ঘণ্টার চেষ্টায় বাইসনটিকে কাবু করা হয়। খবর এবেলা'র।
শনিবার বাগানে ছুটি থাকার জন্য শ্রমিকেরা সকালে বস্তিতেই ছিলেন। বাইসনটি গুদাম লাইনে ঢুকে পড়ে দৌড়ঝাঁপ শুরু করে। শ্রমিকেরা প্রথমে সংলগ্ন ভুটানের জঙ্গল থেকে ২টি বাইসনকে চা বাগানে ঢুকতে দেখেন। একটি বাইসন নিজে থেকেই জঙ্গলে ফিরে গেলেও অপরটি ক্যারন চা বাগানের গুদাম লাইনে তাণ্ডব শুরু করে দেয়। প্রথম দফায় একে একে এই ৪ জন বাইসনের হামলায় জখম হন।
পরে খুনিয়া এবং মাল বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা অনেক চেষ্টা করেও বাইসনটিকে কাবু করতে পারেননি। সকাল সাড়ে এগারোটার সময় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করা সম্ভব হয়। কিন্তু ঘুমের ইঞ্জেকশন শরীরে ঢুকলেও উঁচু জায়গা থেকে বাইসনটি নিচে পড়ে যায়। মারা গেছে ভেবে কাছে গেলে আরও ৩ জন বাইসনের হামলায় জখম হন। আটক বাইসনটিকে গরুমারায় নিয়ে যাওয়া হবে বলে বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৬/ আফরোজ