মুম্বাইয়ে স্বামীর সঙ্গে বাসা ভাড়া খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। সোমবার মুম্বাইয়ের আম্বোলি এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় এক নারীও তাদের এই কাজে সাহায্য করছিলেন। সোমবার তারা একই ভাবে এলাকায় বিভিন্ন বাড়ি দেখেছিলেন। দম্পতির সঙ্গে দোষী ওই নারীও ছিলেন।
পুলিশের কাছে করা অভিযোগে ওই নারী বলেন, বাসা ভাড়া নেওয়ার জন্য স্বামীর সঙ্গে বের হয়েছিলাম। ওই ফ্ল্যাটে সাতজন লোক ছিলেন। তাদের মধ্যে তিনজন আমার স্বামীকে বাইরে আটকে রাখেন। ঘরে থাকা বাকিরা আমার উপর নির্যাতন চালান।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/16