রাশিয়ার মস্কোতে বেশ ঘটা করে বিয়ে করেছে ডেনিস এবং নেলিয়া নামের এক প্রেমিকযুগল। বিয়েতে ৫০০ এর বেশি আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজন সবকিছুই হয়েছে প্রথা মেনে। শুধু একটা দিক দিয়েই ব্যতিক্রম। কারণ বিয়ের কাজী ছিল একটি ভাল্লুক। সেই স্টিফেন নামের সেই ভাল্লুকটিই সবার সামনে চার হাত এক করে দিয়েছে। আর সবাই সেটা ভালোভাবেই মেনে নিয়েছে।
শুধু বিয়ে দেয়াই নয়। প্রথা মেনে কনের হাতে দিল স্নেহের চুম্বন থেকে শুরু করে বরের কাঁধে হাত রেখে ছবি তুলো কী করেনি সে। ডেনিস পেশায় চিড়িয়াখানায় কর্মকর্তা। সেখানেই স্টিফেনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রিয় বন্ধুটি থাকবে না তা কি হয়?
ডেনিস বলেন, স্টিফেনের মতো লক্ষ্মীছেলে আর হয় না। আমরা দু’জন দু’জনকে ভাইয়ের মতো ভালবাসি। ওর খাঁচার সামনেই আমার সঙ্গে নেলিয়ার আলাপ হয়। তিনজনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। স্টিফেনের সঙ্গে নেলিয়ারও ভালই আলাপ জমে গিয়েছে। আমি চেয়েছিলাম, আমাদের এই স্মরণীয় দিনটার সাক্ষী থাকুক স্টিফেন।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-১২