গান শুনতে কার না ভালো লাগে? আর সুরের ফর্ম যদি হয় রক, তাহলে তো কোন কথাই নেই। মিউজিকের তালে তালে আপনার মাথাও ঘুরবে ভন ভন করে।
কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোতে গেলেই এর উৎকৃষ্ট প্রমাণ পাওয়া যায়। তবে অবাক করার মতো বিষয় হল মিউজিকের তালে শুধু আমজনতাই নয়। মাথা ভন ভন করে ঘোরাতে পছন্দ করে কুকুরও। তবে সব কুকুর নয়। গিটারের তারে ঝংকার শুনেই মাথা ঝাঁকিয়ে নিজের উপস্থিতি জানান দেয় এই বুলডগটি। তবে কিছু শর্ত আছে। মিউজিক হতে হবে নির্বানার মতো কোন হার্ডকর ব্যান্ডের।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-০৪