ইংল্যান্ডের এসেক্সের কোলসেস্টার চিড়িয়াখানায় আসলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। চিড়িয়াখানাটিতে নিয়মিত বিরতিতে গর্ভবতী নারীরা আসছেন একটা ওরাং ওটাংয়ের কাছে। উদ্দেশ্য সুস্থ সন্তান কামনায় রাজাং নামের সেই ওরাং ওটাংয়ের কাছে দোয়া চাওয়া। ওরাং ওটাং গর্ভবতী মা-দের পেটে শুভেচ্ছাসূচক চুম্বন দিচ্ছে! কখনও আবার পেটে হাত বুলিয়ে আদর করে দিচ্ছে!
চিড়িয়াখানার এক কর্মীর দাবি, এখন পর্যন্ত যারা রাজাংয়ের শুভেচ্ছা চুম্বন নিয়ে গিয়েছেন, প্রত্যেকেই সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।
লন্ডনের বাসিন্দা কেটি বলেন, রাজাং যখন আমার পেটে হাত বুলিয়ে আদর করে দিচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনও পরিণত মানুষই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৯