ফটোগ্রাফারের সামান্য কেরামতিতে পাকিস্তানের সাধারণ পরিবারের বেড়ে ওঠা এক চা বিক্রেতা এখন মডেলিং জগতে সুনাম কুড়াচ্ছেন। এখনও তাকে নিয়ে হইচই বন্ধ হয়নি। এরইমধ্যে নিত্য নতুন ছবি ভাইরাল হচ্ছে। এসব ছবি এমন সব মানুষের যারা আর দশটা মানুষের মতোই আমাদের নজর কাড়তে সক্ষম হন না। কিন্তু ফটোগ্রাফারের চোখেই তারা হয়ে ওঠেন অসাধারণ।
পাকিস্তানের আর্শাদ খান নামের সেই চা বিক্রেতার পর এবার হইচই পড়েছে এক সবজি বিক্রেতাকে নিয়ে। নেপালি সেই সবজিবিক্রেতা তরুণীর ছবিটি তুলেছেন রূপচন্দা মহাজন নামের এক ফটোগ্রাফার। এখনো সেই তরুণীর নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানটি ফটোগ্রাফার।
কিন্তু তাতে কী? মেয়েটি স্বর্গের অপ্সরী নাকি মর্তের বিশ্ব সুন্দরীদের মতো, এখন তা নির্ধারণ করতেই সবাই মাঠে পড়েছেন। নেপালী সেই তরুণী মডেলিং, অভিনয়ের জগতে আসবেন কী না তা নিয়েও কৌতূহলের শেষ নেই।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-২০