একসঙ্গে সময় কাটাতে নেমেছিলেন সুইমিং পুলে। কিন্তু আনন্দের পরিবর্তে কুমিরের আক্রমনে মৃত্যুর মুখোমুখি হতে হল এক দম্পতিকে। ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের একটি রিসোর্টে।
রাতের বেলা সুইমিং পুলে নেমেছিলেন ওই যুগল। ঠিক তখনই একটি কুমীর সেখানে চলে আসে। কুমীরটিকে দেখে কোন মতে পানি থেকে উঠে পালিয়ে যায় যুবকটি। খাবারের সন্ধানে এরপর কুমীরটি আক্রমণ করে ওই যুবতীকে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে যুবতী কোন মতে পাড়ে উঠতে সক্ষম হয়। যুবতীকে সাহায্য করে তার সঙ্গী। রিসোর্টের সি সি টিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনাটি।
জানা গেছে, ঘটনায় কেউ আঘাত পাননি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল। গত শুক্রবার প্রকাশিত হওয়ার পর কমপক্ষে ৮ হাজার লোক সেটি দেখে ফেলেছেন। পাশাপাশি বিপদের সময় একজন নারীকে ফেলে পালিয়ে যাওয়ায় ওই যুবকের সমালোচনাও করেন অনেকে। অনেকে আবার রিসর্টে পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। দেখুন সেই ঘটনার ভিডিওটি-
বিডি প্রতিদিন/২ নভেম্বর ২০১৬/হিমেল-১৩