মোরগটি এখন রীতিমতো জাপানের তারকা। তাকে দেখতে প্রতিদিন ভীড় করছে হাজারো উৎসুক জনতা। জাপানের ওসাকার একটি চিড়িখানায় ওই মোরগটি তিনবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে 'সৌভাগ্যবান পাখি'র উপাধি পেয়েছে। গত মাসে তাকে পুলিশের অবৈতনিক 'প্রধান' হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতকিছু যাকে নিয়ে, আসুন জেনে নিই তার সম্পর্কে।
এই মোরগটির নাম দেয়া হয়েছে 'মাসাহিরো'। শহরের তেনোজি চিড়িয়াখানায় 'মাসাহিরো'কে আনা হয়েছিল ভালুকের খাবার হিসেবে। কিন্তু সেখানকার এতিম হাঁসের ছানাদের সাহায্য করার জন্য তাকে সাময়িকভাবে ছেড়ে দেয় কর্তৃপক্ষ। কয়েক মাস পর ফের মৃত্যুমুখ থেকে ফিরে আসে মোরগটি। সে সময় একটি বন্য-বেজীকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল এবং সেটি চিড়িয়াখানার পাখিদের আক্রমণও করছিল। কিন্তু সেই সময়েও প্রাণে বেঁচে যায় মাসাহিরো। এরপর সিংহ ও বাঘের খাবারের জন্যও তাকে ধরতে চাইলে মোরগটি আবারও ভাগ্যক্রমে বেঁচে যায়। কোনো না কোনো ঘটনা এই মোরগটিকে বাঁচিয়ে দিচ্ছিল।
এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলো- এই 'মাসাহিরো' নামের মোরগটি আসলে বিশেষ কিছু এবং তাকে চিড়িয়াখানাতেই রাখা হবে।
আর 'সৌভাগ্যবান' এই মোরগটিকে দেখতে ভিড় করছে হাজার হাজার মানুষ। অনেকের ধারণা- এই মোরগটিকে স্পর্শ করতে পারলে তাদের জীবনেও এটি সৌভাগ্য বয়ে আনবে। সূত্র: বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৮