প্রথম নারী পাইলট হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বিমান উড়িয়ে আটলান্টিক মহাসাগর পেরিয়ে যান এমিলিয়া ইয়ারহার্ট। ১৯৩৭ সালে বিমান উড়ানোর সময়ই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছিলেন তিনি। মনে করা হচ্ছিল দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। তার কয়েকদিন পরে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল তাকে।
তবে ১৯৪০ সালে অস্ট্রেলিয়ার কাছে গার্ডেনার দ্বীপপুঞ্জের কাছে একটি বিমানের ভাঙা টুকরো এবং একটি দেহাবশেষ পাওয়া গেলে নতুন করে আলোচনা শুরু হয়। এটাই কী এমিলিয়ার দেহাবশেষ! তবে সেগুলি তিন বছরের পুরনো নয়। ১৯৯৮ সাল থেকে ফের খোঁজ শুরু হয় এমিলিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিবহণের ইতিহাস নিয়ে কাজ করছিল একটি সংস্থা। সম্প্রতি তারা জানিয়েছে, এমিলিয়ার বিমান গার্ডেনার দ্বীপপুঞ্জের কাছে দুর্ঘটনায় পড়েছিল ঠিকই, কিন্তু তখনই তার মৃত্যু হয়নি। ওই দেহাবশেষ সত্যিই এমিলিয়ার। ফরেনসিক পরীক্ষায় তার প্রমাণ পাওয়া গেছে। দুর্ঘটনার পরেও এই নির্জন দ্বীপে বেশ কিছুদিন বেঁচেও ছিলেন তিনি। পরে কোন এক সময় তার মৃত্যু হয়। সূত্র: আজকাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার