গত মঙ্গলবারের ঘটনা৷ রাত ৯টা নাগাদ স্বামীর সঙ্গে মোবাইল চ্যাটিংয়ে বাদানুবাদ শুরু হয় ২১ বছরের ক্লার্কের৷ তারপর ক্লার্ক তার ছেলে সন্তানকে ঠান্ডা মাথায় হত্যা করে তার ভিডিও ধারন করে৷ তারপর সেই ভিডিও পাঠিয়ে দেয় স্বামীর মোবাইল ফোনে৷ এমন নৃশংস কান্ডের জন্য গ্রেফতার করা হয় ক্রিস্টিয়ান ক্লার্ককে৷
পুলিশ জানিয়েছে, ১৭ মাসের ছেলে আন্দ্রেকে হত্যা এবং ২ বছরের কন্যা সন্তান অ্যাঞ্জেলকে খুনের চেষ্টার অপরাধে জেল হেফাজতে পাঠানো হয়েছে ক্লার্ককে৷
জানা যায় খুব কম সময়ই ক্লার্ক ও তার স্বামী খুব কম সময়ই একসঙ্গে থাকতেন৷ বাচ্চাদের মল-মূত্র তাকেই পরিষ্কার করতে হত৷ তার স্বামী অন্য কোনও মহিলার সঙ্গে ব্যস্ত থাকেন৷ এই প্রসঙ্গ নিয়েই রাগের মাথায় একের পর এক মেসেজ পাঠাতে থাকেন তিনি তার স্বামীকে৷
তখনই ক্লার্ক তার স্বামীকে জানায়, এভাবে দিনের পর দিন সন্তানদের একা সামলাতে হলে সন্তানদের সে হত্যা করে ফেলবে৷ সেই সিদ্ধান্ত বাস্তবে পরিনত করতে খুব বেশি দেরিও করেনি ক্লার্ক৷
রাত ১১ টা ৯ মিনিট নাগাদ ছেলেকে খুন করে ক্লার্ক। সেই খুনের ঘটনা সে ভিডিও রেকর্ড করে। তারপর সেই ভিডিও ক্লার্ক তার স্বামীকে পাঠায়৷ পুলিশের কাছে ক্লার্ক পরে নিজেই স্বীকার করেছেন, সে নিজেই তার ছেলে আন্দ্রেকে শ্বাসরোধ করে হত্যা করেছে৷ মেয়েকেও হত্যার চেষ্টা করেছে৷ ক্লার্কের স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে৷
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৩