বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন কার্লা ব্রাউন। প্রায় দু’মাস ৩০ ফুট বাই ১৫ ফুটের একটি ধাতব বাক্সে তাকে বন্দি করে রাখা হয়েছিল। কুকুরের মত গলায় শেকল বাধা ছিল। ধাতব বাক্সের মধ্যে থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন কার্লা। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে থাকেন বাক্সের দেওয়ালে। সেই আর্ত চিৎকারই কানে যায় এক পুলিশ কর্মীর। বাক্স খুলে মৃতপ্রায় কার্লাকে দেখতে পান তিনি। অতঃপর নিখোঁজ কার্লা ব্রাউনকে উদ্ধার করতে সক্ষম হয় এক পুলিশ কর্মী।
উদ্ধারের পর কার্লা জানান, শেষ দুই মাস ধরে তিনি ওই ধাতব বাক্সে বন্দি ছিলেন। বন্য জানোয়ারের মত সেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাকে। গত আগস্টে কার্লা ও তার বয়ফ্রেন্ড হঠাৎই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উডরফ থেকে নিখোঁজ হয়ে যান। ঘটনার তদন্তে নেমে এক যৌন অপরাধীর খোঁজ পায় পুলিশ। টড কোহলিপ নামে ওই অপরাধীকে গ্রেফতার করলেও গত তিন মাসে তাদের দুজনের খোঁজ পায়নি পুলিশ।
শেষ পর্যন্ত কোহলিপের দেওয়া তথ্য সামনে রেখেই এই দুজনের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১