মার্কিন নাগরিক জেনা লিভিন। সায়রাকিউস ইউনিভার্সিটির মেধাবী ছাত্রী তিনি। কিন্তু প্রতিবেশীর আদরের সময়কালের শব্দে ঘুম হচ্ছিল না তার। তাইতো অভিযোগ জানিয়ে প্রতিবেশীকে চিঠি লিখে ফেললেন পড়ুয়া ছাত্রী। চিঠি পেয়ে একদমই রেগে যাননি তার প্রতিবেশী। বরং অত্যন্ত বিনয়ের ক্ষমা চেয়ে নিয়েছেন। সেই সঙ্গে করিয়েছেন মিষ্টিমুখও। সম্প্রতি নিজের কাণ্ড কারখানার কথা টুইটারে জানিয়েছেন জেনা লিভিন। তিনি লিখেছেন, "প্রতিবেশীর শীৎকারের শব্দে বেশ কিছুদিন ধরেই ঘুম হচ্ছিল না। বিরক্ত হয়ে ওনার দরজায় একটা কার্ড ঝুলিয়েছি।"
হাতে লেখা কার্ডটির একটি ছবিও পোস্ট করেছেন তিনি। সেই কার্ডটিতে লিখেছেন, ‘প্রিয় প্রতিবেশী, সঙ্গীর সান্নিধ্য উপভোগ করছেন ভাল কথা। কিন্তু এত শব্দ করছেন যে শান্তিতে ঘুমানোর উপায় নেই। আপনার উন্মাদনা দেখে নিজের একাকীত্বও আর বেশি অনুভব করছি। আপনার ফূর্তিতে আমার আপত্তি নেই। কিন্তু দয়া করে এত আওয়াজ করবেন না।’
জেনার প্রতিবেশী অবশ্য একটুও রাগ করেননি। একটি চকোলেট ও চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। চিঠিতে সমবেদনাও জানিয়েছেন। লিখেছেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। এবার থেকে খেয়াল রাখব। নিজের একাকীত্ব নিয়ে দুঃখ করবেন না। গত ১৮ বছর আমিও একাই ছিলাম। সময় এলেই নিজের পছন্দের মানুষকে খুঁজে পাবেন।’
গত ৩১ অক্টোবর টুইটারে কার্ড এবং চকলেটের ছবিটি আপলোড করিয়েছিলেন জেনার লিভিন। তারপর থেকে প্রায় ১ লক্ষ ১০ হাজার মানুষ সেটি লাইক করেছেন। প্রায় ৪৭,০০০ মানুষ সেটি রিটুইট করেছেন।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭