ষাঁড়-লড়াইয়ের দেশ হিসেবে স্পেন বিখ্যাত। প্রতিবছর স্পেনে ষাঁড়-লড়াইয়ের উৎসব হয়। লড়াইয়ের এরিনায় বুল ফাইটারদের সঙ্গে জমে ওঠে ক্রুদ্ধ ষাঁড়ের মরণপণ লড়াই। হিংস্রতা ও ভয়ঙ্কর আক্রমণাত্মক স্বভাবের জন্য স্প্যানিশ ষাঁড়ের খ্যাতি দুনিয়াজোড়া। এসব বদরাগী ষাঁড়ের সামনে পড়লে আর রক্ষা নেই।
এবার স্পেনের এক নাগরিক নিজের বাড়ির পেছনের আঙিনা পাহারা দেওয়ার জন্য কুকুরের বদলে দু’টো ষাঁড় ছেড়ে দিয়েছেন । ষাঁড়কে সম্পত্তি পাহারা দেওয়ার কাজে নিয়োগ করার নজির এটাই প্রথম। এমিলিও সারভেরো নামে এই লোকের ধারণা, চোর ঠেকাতে কুকুরের চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে ষাঁড়। ভয়ালদর্শন এই ষাঁড়জোড়া মুক্ত অবস্থায় ঘুরে বেড়ালে চোরেরা আর তার আঙিনায় হানা দিতে সাহস পাবে না।
তবে এর আগে সারভেরোর সম্পত্তি পাহারা দেওয়ার কাজটা করতো একপাল কুকুর। কিন্তু তাতেও চুরি ঠেকানো যাচ্ছিল না। চোরেরা নিরাপত্তাবেষ্টনী কেটে ভেতরে ঢুকতো আর কুকুরগুলোকে নানা লোভ দেখিয়ে বাইরে নিয়ে যেতো। এরপর লুটপাট করতো মূল্যবান মালামাল। কুকুরকে ‘ঘুষ’ দিয়ে চুরি ও লুটপাটের ঘটনা একের পর এক ঘটে চলছিল।
এমন অবস্থায় এমিলিও সারভেরোর মাথায় সম্পত্তির পাহারায় কুকুরের বদলে ষাঁড়কে কাজে লাগানোর অভিনব বুদ্ধিটা এলো। যেমন ভাবা তেমন কাজ। তিনি পাহারার কাজে নিয়োগ করলেন দু’টো লড়াইয়ের ষাঁড়। এরা এখন দিব্যি তার সম্পত্তি পাহারা দিয়ে যাচ্ছে। কুকুরকে পটানো সহজ হলেও ষাঁড়ের ধারে কাছে ভেড়ার সাহস পাচ্ছে না চোরের দল।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১২