বিশ্বজুড়ে নানা সময়ে MMS বিতর্ক ভাইরাল হয়েছে। এমনকি, সেই MMS থেকেই বড় বড় ঘটনার সমাধানও হয়েছে। তবে, এখানে যা ঘটল তা বোধহয় বর্তমান সময়ের সব চেয়ে বড় ভাইরাল হতে চলেছে।
কী এমন রয়েছে সেই MMS-এ। শুনলে আপনিও আঁতকে উঠতে পারেন। MMS-টি রেকর্ড করা হয়েছে একটি বাথরুমে। তাও আবার এক তরুণীর। সেখানে গোসলের আগে তার পোশাক খোলার দৃশ্য রয়েছে সেখানে। কিন্তু, অল্প সময় পরই তিনি বুঝতে পারেন সেখানে একটি গোপন ক্যামেরা লাগানো রয়েছে।
তারপরও ওই তরুণী নিজের কাজ থেকে ফিরে আসেননি। বরং ক্যামেরার দিকে এগিয়ে এসে এমন কিছু তিনি বললেন যা বর্তমানে ইন্টারনেট বিশ্বে ভাইরাল।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন