আমরা ‘হ্যারি-পটার’এর সিনেমাতেই সাধারণত বড় স্পাইডার দেখে থাকি। বাস্তবে যে এই ধরনের ‘স্পাইডার’ এর অস্তিত্ব আছে তা আমরা কল্পনাই করতে পারিনা। কিন্তু এই ধরনের স্পাইডার বাস্তবেও আছে, যা উদ্ধার করা হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে। গত বৃহস্পতিবার এই স্পাইডারটি উদ্ধার করা হয়।
এরপরই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ও দুই দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়। স্পাইডারটি দেখে বিশ্বাসই করা যায় না যে সত্যিই এতবড় মাকড়সা আছে।
বার্ণইয়ার্ড ব্রিট্রি নামক এক ব্যক্তি ওই বিশালাকার মাকড়সাটিকে উদ্ধার করেন। তারপর তাকে প্রাণী আশ্রয়স্থলে রাখা হয়। পুরো অভিজ্ঞতাটি তিনি তার ফেসবুকে পোস্ট করে জানান। তিনি বলেন, এই স্পাইডারটি একদমই আসল, কোন ফটোসপ ব্যবহার করে একে বড় করা হয়নি। এই স্পাইডারটির পা প্রায় ১২ ইঞ্চি লম্বা। বিশালায়তন চেহারার এই স্পাইডারটির আটটা পা রয়েছে এবং এর নাম চারলটে।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, স্পাইডারটি দেখতে খুবই সুন্দর। আর একদমই হিংসাত্মক নয়, মাঝে মাঝে পতঙ্গ ধরে ধরে খায় আর চুপচাপ থাকে। সুতরাং একে মেরে ফেলার কোন প্রয়োজনই নেই। ছোট স্পাইডারের থেকে এই বড় স্পাইডারটি অনেক বেশি ‘বুঝদার’। এই স্পাইডারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ৭৫ হাজার মানুষ। তাছাড়া প্রচুর মানুষ এতে ‘লাইক’ও দিয়েছে।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৫