গোপনে অনেকদিন ধরেই চলছিল পরকীয়া। অবশেষে স্বামীরা কাছে হাতে নাতে ধরা পড়ে গেলেন স্ত্রী। তাও আবার এমন সময়ে, যখন অবৈধ প্রেমিককে নিয়ে প্রেমিকের বেড রুমে ছিলেন ঘনিষ্ঠ অবস্থায়। রাগে হিতাহিতজ্ঞান হারিয়ে স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিলেন স্বামী। আর তারপরে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রীকেও।
চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার তাতারস্থানের শামা গ্রামে। যদিও পুলিশ নিহত বা আততায়ী কারও নামই এখনও প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই স্ত্রীর মধ্যে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেছিলেন স্বামী। গোপনে স্ত্রীর ওপরে নজরও রাখতেন তিনি।
পুলিশ আরও জানায়, শুক্রবার রাতে তার স্ত্রী তাকে জানান যে তিনি বান্ধবীর সঙ্গে দেখা করতে পাশের শহরে যাবেন। এরপর স্ত্রী বাসার বাইরে বের হলে গোপনে স্ত্রীর পিছু নেন। তারপরেই ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন দুই জনকেই। যদিও খুনের পরে কাছের থানায় আত্মসমর্পণ করেন তিনি।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০