বৃদ্ধ শব্দটি তার অভিধানে নেই। তাইতো ৮০ বছর বয়সেও তিনি এখন তরতাজা যুবক। শুধুমাত্র প্যাশনের জোরে তিনি এখন ইন্টারনেট দুনিয়ায় হটেস্ট গ্র্যান্ডপা হয়ে ঝড় তুলে ফেলেছেন।
বলছিলাম চীনের ওয়াং দেসুনের কথা। বর্তমানে তিনি একজন ৮০ বছরের সফল মডেল। গত বছর থেকেই মডেলিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। আর ইতোমধ্যেই তিনি এই জগতে মাত করেছেন। তার ঝুলিতে মডেলিং-এর অভিজ্ঞতা ভরপুর থাকলেও, এমন সাফল্য আগে কখনও হয়নি। বয়সটাকে তিনি সংখ্যা হিসেবেই দেখেন। কিন্তু মনে মনে তিনি এখনও ২০ বছরের যুবক। র্যাম্পে যখন হাঁটেন, তখন বোঝা দায়, তার বয়স ৮০। বয়সের দিক থেকে বিচার না করে তিনি প্রফেশনাল পথেই মডেলিং করতে চান।
অসাধারণ শরীরি ভাষা আর হাঁটাচলা, বলিষ্ঠ কোমরের অধিকারী ওয়াং-র মডেলিংয়ের ছবি এখন সোশ্যাল নেটওয়ার্কে তুফান তুলেছে। বয়স যে বাধা নয়, তা তিনি সকলের চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন। এবং সবসময় এটাই মনে করেন, প্রকৃতি বয়স নির্ধারণ করে, কিন্তু নিজেই নিজের মনকে নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা যায়। যারা নিজেকে বয়স্ক ভাবেন, তাদের জন্য ওয়াং একজন জীবন্ত উদাহরণ।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪