একটি পোশাকের দাম ৮ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ৭ কোটি টাকা। শুনতে অবাক লাগলেও রাশিয়ার এক তেল ব্যবসায়ী তার কন্যার বিয়ের পোশাকে এমনই অর্থ ব্যয় করেছেন আলোড়ন সৃষ্টি করেছেন।
পোশাকটা তৈরি করেছে ব্রিটিশ ফ্যাশন হাউস রালফ অ্যান্ড রুশো। বিয়ের এই পোশাকটি দেখে নাকি আমন্ত্রিতদের চোখ ধাঁধিয়ে গেছে। না ধাঁধিয়ে উপায় কী! দুনিয়ার নানান মূল্যবান মনিমুক্তো খচিত যে সেই পোশাকটি।
মস্কোর র্যাডিসন রয়্যাল কংগ্রেস পার্ক হোটেলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৯০০০ অতিথি। এ কারণে বিশাল আর উঁচু এক কেক বানানো হয়েছিল অনেকটা রাজপ্রাসাদের অবয়বে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৬/মাহবুব