প্রাণঘাতী ছত্রাক 'ক্যানডিডা অরিস' পুরো বিশ্বে ছড়িয়ে যেতে পারে! মার্কিন ফেডারেল হেলথ তাদের দেশের সকল হসপিটাল ও চিকিৎসকদের ছত্রাকটির ব্যাপারে দৃষ্টি দিতে বলেন। কেননা ছত্রাকটি অ্যান্টিবায়োটিক ঠেকিয়ে মারাত্মক হয়ে উঠতে পারে।
দেশটিতে গত পাঁচ মাসের মধ্যে ১৩ জন ছত্রাকটিতে আক্রান্ত হয়েছে। গবেষণাগারে ছত্রাকটিকে সহজে চিহ্নিত করা যায়নি। বিভিন্ন পরীক্ষায় বলা হয়, এটা সাধারণ ক্যানডিডা ছত্রাক যা সাধারণ সংক্রমণ সৃষ্টি করে। কিন্তু এতে আক্রান্ত প্রথম ৭ জন রোগীর মৃত্যু ঘটেছে। সেন্টারস ফর ডিজিসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় এইসব তথ্য উঠে আসে।
জানা যায়, ছত্রাকটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি হাসপাতালের প্রতিরোধীব্যবস্থার মাঝেও এগুলো ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার বাইরে এই ছত্রাকে আক্রান্ত রোগীদের ৬০ শতাংশই মারা গেছে। তবে অল্প সংখ্যক রোগীর ওপর জরিপ চালিয়ে এই মৃত্যুহার নির্ধারণ করা হয়েছে।
ছত্রাকটি ক্রমবর্ধমান হুমকি বলেই মনে হচ্ছে। এটি গ্লোবালি ছড়িয়ে যেতে পারে। ২০০৯ সালে এর প্রথম দেখা পাওয়া যায় জাপানে। এটা একটা সুপার-বাগ। বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। সকল ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও নষ্ট করতে পারে ছত্রাকটি বলে জানান সিডিসি'র পরিচালক ড. থমাস ফ্রেডেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার