স্ত্রী-বান্ধবীর সঙ্গে ঘুরে ঘুরে শপিং করা পুরুষ সঙ্গীর কাছে বরাবরই খুব বিরক্তিকর কাজ। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এল চীন। চীনের সাংহাইয়ের একটি শপিং মলে খোলা হয়েছে এরকমই পুরুষদের জন্য নার্সারি রুম। যখন তাদের স্ত্রী বা বান্ধবীরা শপিং-এ ব্যস্ত থাকবেন, সেই সময় তাঁরা অনায়াসে একটু বিশ্রাম করে নিতে পারবেন এখানে।
শপিং মলের চার তলায় রয়েছে এই নার্সারি রুম। গত ৩০ অক্টোবর এই শপিং মলটি চালু হয়। এখানে আরামদায়ক সোফা, টিভি সেট, বই, পত্র-পত্রিকা রয়েছে। যাতে আরামে বেশ কিছুক্ষণ এখানে নিজের মতো করে কাটানো যায়।
তবে নতুন একটি সমীক্ষা কিন্তু একটু অন্য কথা বলছে। চীনা পুরুষরা মলে ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ না করলেও অনলাইন শপিং-এ তারা মেয়েদের পেছনে ফেলে দিয়েছে। মেয়েদের শপিং-এর বেশিটাই যেখানে পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, সেখানে পুরুষরা বেশি কিনে থাকেন নিজের বিলাসিতার উপকরণ। তাই যখন বলা হয়ে থাকে যে মেয়েরা পোশাক ও কসমেটিক্স কিনেই পয়সা খরচ করে, তখন চীনের এই সমীক্ষার কথা অবশ্যই উল্লেখ্য।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন