ভারতে দিন দিন চাহিদা বাড়ছে সেক্স টয়। অনলাইনে এ সমস্ত সেক্স টয় বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে।
সমীক্ষায় দেখা গেছে, এর মধ্যে ৬৫ শতাংশ অর্ডার আসছে গুজরাটের ছোট শহরগুলি থেকে। আমেদাবাদে সবচেয়ে বেশি উপভোক্তা অ্যাডাল্ট টয় কিনতে উৎসাহী। এছাড়াও ভুজ, আনন্দ, ভাপি, আঙ্কলেশ্বরও এই তালিকার অন্তর্ভুক্ত। অনলাইন পোর্টালগুলির অনুমান, নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে এই বিক্রি আরও বাড়তে পারে।
শাহিবাগের ফরেন পোস্ট অফিস(এফপিও)-এর দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নানা ধরনর সেক্স টয়, সেক্স গেমস প্রভৃতি বিদেশ থেকে নিয়ে এসে এদেশের ছোট শহরগুলিতে পাঠানো হচ্ছে। thatspersonal.com নামক একটি ওয়েবসাইটের সিইও জানিয়েছেন, বিয়ের মৌসুমে গড়ে অর্ডার প্রতি মূল্য হয় সাড়ে চার হাজার টাকার মতো। শুধু তাই নয়, প্রতিটি অর্ডারই বিশেষ উপহারের মোড়কে সাজিয়ে দেওয়ারও অনুরোধ থাকে। বিশেষত ডিসেম্বর-জানুয়ারি মাসে এই অর্ডারের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে যায়।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন