ভারত অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি। অনেক কিছু করেও পাকিস্তান যেটা করতে ব্যর্থ হল, সেটাই সফল ভাবে করে দেখাল ইসরায়েল। ইসরায়েলে সমস্ত ধরনের পর্নো সাইট ব্লক করা হয়েছে। তবে এরপরেও নেটে পর্নো দেখতে হলে এক ব্যতিক্রমী কাজ করতে হবে ইসরায়েলে। পর্নো দেখার জন্য দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে।
ইসরায়েলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে দরখাস্ত দিয়ে আপনাকে জানাতে হবে যে আপনি পর্নো দেখতে চান। সার্ভিস প্রোভাইডার আবেদনকারীর বয়স থেকে শুরু করে সব তথ্য যাচাই করে দেখার পর তবেই পর্নো সাইট আনব্লক করে দিবেন। আর তারপরেই কিনা আপনি পর্নো দেখার অ্যাকসেস পাবেন।
এই প্রক্রিয়ার ফলে যে কোনও ধরনের পর্নো সাইট ব্লক করার কাজটা অপেক্ষাকৃত সহজ হয়ে গেছে। গত বেশ কয়েক বছর ধরেই ইজরায়েলে পর্নো সাইট বন্ধ উদ্যোগ নেওয়া হচ্ছিল। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্যই সেটির বাস্তব রূপ দেয়া কিছুতেই সম্ভব হচ্ছিল না। অবশেষে এই অভিনব পদ্ধতির মাধ্যমে ইসরায়েল নিজেদের কার্যসিদ্ধি করতে সক্ষম হল।
বিডি-প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫