বন্ধুর জন্মদিনের পার্টিতে নাচতে রাজি না হওয়ায় রাগে ২১ বছরের অঙ্কুশ যাদবকে লাঠি আঘাতে হত্যা করল তারই বন্ধু কেতন শ্রীবাস্তব। মঙ্গলবার গভীর রাতে ভারতের মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় এ ঘটনা ঘটে। খবর এবিপি আনন্দের।
আন্ধেরি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গুন্ডাভালি এলাকার এক লটারির দোকানের বাইরে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। আহত অঙ্কুশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বুধবার ভোর ৬টার সময় তাঁর মৃত্যু হয়।
অঙ্কুশ ওই দোকানেই কাজ করত, কিন্তু তার বন্ধু বেকার ছিল। তারা মঙ্গলবার কয়েকজন বন্ধু মিলে অপর এক বন্ধুর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করে। পার্টিতে কয়েক বোতল বিয়ার খেয়ে দু'জনেই বেসামাল হয়ে যায়। নেশার ঘোরে কেতন অঙ্কুশকে নাচতে বলে। অঙ্কুশ নাচতে অস্বীকার করায় আচমকাই তাকে লাঠি দিয়ে আঘাত করে কেতন। আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা সম্ভব হয়নি। অভিযুক্ত কেতনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব