বিয়ের ১৬ বছর পর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন ভারতের রাজকোটের এক নারী।
২৯ বছরের ওই নারীর অভিযোগ, ২০০১ সালে নাবালিকা অবস্থায় তাকে ধর্ষণ করেছিলেন তার স্বামী। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। এরপর ১৬ বছর সেই স্বামীর সঙ্গেই ঘর করেন তিনি। জন্ম দেন ওই ব্যক্তির চার সন্তানের। ২০১২ সালে তিনি স্বামীর ঘর থেকে পালিয়ে বাপের বাড়ি আসেন। কিন্তু দীর্ঘদিন যোগাযোগ না থাকায়, তার মাও তাকে চিনতে পারেননি।
স্বামীর বিরুদ্ধে যুবতীর অভিযোগ, তাকে প্রায়ই মারধর করা হত। কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হত না। অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।