ইরাকি সেনার সঙ্গে আইএসের লড়াইয়ে চরম মাশুল গুনছে ওরাও! চিড়িয়াখানা যদি যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়, তা হলে তো এমন পরিণতিই স্বাভাবিক।
পুরো চিড়িয়াখানার জীবিত সদস্য বলতে এসে ঠেকেছে ওই দুজনায়, একখান সিংহ আর একটি ভাল্লুকে। এদের ভবিতব্যও হতে পারত বাকিদের মতো। হয়নি, কারণ ঠিক সময়ে ঠিক লোকের পাল্লায় পড়েছে।
আইএস মসুলের দখল নেওয়ার পর, মৃত্যুই ওদের শেষ এবং একমাত্র ঠিকানা হয়ে দাঁড়ায়। কারণ, ওদের আশ্রয় অনেক আগেই কেড়ে নেয় ইসলামিক জঙ্গিরা। মসুল চিড়িয়াখানাকে বেসক্যাম্প করে, সেখান থেকেই ইরাকি সেনাদের উপর একের পর এক হামলা চালাতে থাকে। দুপক্ষের এই অনবরত গোলাবারুদের গন্ধে, গোলাবারুদের মাঝে পড়ে প্রাণ হারায় চিড়িয়াখানার জন্তুজানোয়াররা। সবাই যে গোলাগুলিতেই মরেছে, তা কিন্তু নয়। দীর্ঘদিন ধরে না খেতে পেয়ে, অনাহারে অপুষ্টিতে মরেছে অনেক।