Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:৩৩
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:০১

লাইভ শোতে পোশাক বিভ্রাটে অভিনেত্রী, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

লাইভ শোতে পোশাক বিভ্রাটে অভিনেত্রী, ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার অভিনেত্রী ভার্জিনিয়া গালার্ডো ফেসবুক লাইভে এসেছিলেন।  অভিনেত্রীকে প্রশ্ন করতে লগ ইন করে বসেছিলেন ভক্তরাও। কমেন্ট বক্সে প্রশ্নও পোস্ট করা হচ্ছিল। হঠাৎ ঘটল অঘটন।

লাইভ চলাকালে নিজের চুল ঠিক করছিলেন ভার্জিনিয়া। তা করতে গিয়ে অভিনেত্রীর টপটি সরে যায়। আর তার ফলে টপের নীচ থেকে বেরিয়ে আসে তার স্তন। কিন্তু, সেটা খেয়াল করেননি ভার্জিনিয়া। আশ্চর্যের বিষয় চোখে পড়েনি সঞ্চালকেরও। ওইভাবেই চলতে থাকে ফেসবুক লাইভ।

এরপর এক ফ্যান কমেন্ট বক্সে অভিনেত্রীকে বিষয়টি জানান। এরপরই তড়িঘড়ি টপ ঠিক করে নেন ভার্জিনিয়া। 

বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা


আপনার মন্তব্য