ফ্রান্সের হাইওয়ের উপর দিয়ে এগিয়ে চলছে একটি বাইক। সেই বাইকের ওপর নেই কোনও চালক। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে সেই ভিডিওটির লাইকের সংখ্যা হয়ে গেছে এক মিলিয়ন এবং শেয়ারের সংখ্যা ছাড়িয়ে গেছে ২২হাজার।
সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে এক মাস আগে। তবে সম্প্রতি এই রহস্যটির সমাধান করতে সক্ষম হয়েছে ফ্রান্সের একটি সংবাদপত্র। বাইকের নাম্বার ধরে খুঁজে বের করা হয়েছে ওই বাইক চালককে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়ের ওপর একটি মোটরওয়ের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। এই ঘটনায় বাইক থেকে ছিটকে পরে যায় বাইক আরোহী এবং তিনি গুরুতর আহত হন। ওই বাইকটি এতটাই স্পীডে চলছিল যে চালক বাইক থেকে ছিটকে পরে গেলেও বাইকটি বেশ কিছুটা রাস্তা এগিয়ে যায়। এরফলে আরও কয়েক মিটার এগিয়ে গিয়েছিল ওই বাইকটি।
মোটরসাইকেল স্টান্টম্যান জীন পেরি বলেন, এই ঘটনাটি অসম্ভব কিছু নয়। প্রায় ৬০০মিটার চালক ছাড়াই এগিয়ে যায় ওই বাইকটি।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২