মায়ের সঙ্গে খেলায় মেতেছিল ছোট হস্তি শাবক। চলছিল মায়ের সঙ্গে খুনসুটি। বাবা যে খুব বেশি দূরে ছিল, তেমনটা নয়। এমন সময় পাশের জলাশয় থেকে পানি খেতে গিয়েই বিপত্তি বাধালো ছোট্ট হাতিটি। আচমকাই জলাশয়ে পড়ে যায় সে।
হঠাৎ করে এমনটা হওয়ায় কিছুটা হকচকিয়ে যায় মা। কী করবে বুঝেই উঠতে পারছে না সে। আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসে বাবাও। এর পর সন্তানকে পানির মধ্যে থেকে তুলে নিয়ে আসার কাজ শুরু করে দু'জন মিলে। ততক্ষণে পানিতে হাবুডুবু খাচ্ছে শাবকটি। সন্তানকে পানি থেকে তুলে আনতে ওই পানিতেই নেমে পড়ে বাবা-মা। অদ্ভুত ভাবে ছোট্ট হাতিটিকে আগলে পাড়ে তুলে নিয়ে আসে তারা।
এমনই এক ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। দক্ষিণ কোরিয়ার সিওল গ্র্যান্ড পার্ক চিড়িয়াখানার এই দৃশ্য মুগ্ধ করে দর্শকদের। গত ১৯ জুন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় হয়। ইতিমধ্যেই ইউটিউবে ভিডিওটি প্রায় এক লক্ষ ৭৪ মানুষ দেখে ফেলেছেন। অন্য দিকে, একই ভিডিও দ্বিতীয় বার ফেসবুকে পোস্ট করেছিলেন পল হর্টন নামে এক টেলিভিশন সঞ্চালক। দ্বিতীয় বারের সেই ভিডিও দেখেছেন ২৭ হাজার দর্শক।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯