সেই ২৫০০ বছর আগে থেকে ধীরগতির প্রানী বলে বদনাম রয়েছে কচ্ছপের। আজও পৃথিবীর মানুষ ধীরগামী কাউকে ‘কচ্ছপ’ বলেই ডেকেছে। এবার সব বদনাম সম্প্রতি ঘুচিয়ে দিল পল মিলহ্যাম নামে জনৈক ব্যক্তির একটি পোষা কচ্ছপ।
জানা যায়, তার সেই পোষা কচ্ছপের মনোরঞ্জনের জন্য একটা বেগুনি রঙের প্লাস্টিকের বল কিনেছিলেন মিলহ্যাম। কুকুর বা বিড়ালের জন্য যেমন কেনা হয়। কচ্ছপ বল নিয়ে কী করে দেখার জন্য ক্যামেরাও পেতে রেখেছিলেন আড়ালে। সেই ক্যামেরাতেই ধরা পড়ল সেই কচ্ছপের কেরমতি।
ভিডিওটিতে দেখা যায়, অবিশ্বাস্য গতিতে কচ্ছপ বল নিয়ে খেলছে, যেমন কুকুর ও বিড়ালেরা খেলে। এরপর মিলহ্যাম সেই ভিডিও তার টুইটার হ্যান্ডলে আপলোড করলে তা প্রচুর পরিমাণে শেয়ার হয়। কচ্ছপের কাণ্ডে বিস্তর আনন্দ পেয়ে মন্তব্যও করেন অনেকে।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮