তিনটি প্রশ্ন। সেই তিনটি প্রশ্নের মোট নম্বর ৯। উত্তর দিতে পারেনি ক্লাসের মেধাবি ছাত্র। উত্তর ছেড়ে আসার বিষন্নতাই গ্রাস করছিল তার মনে। তার কিছুক্ষণ পরেই আত্মহত্যা করল সেই কিশোর।
খবর অনুযায়ী, ভারতের মোহালির বাসিন্দা দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া বোর্ডের পরীক্ষা দিয়ে এসেই আত্মহত্যা করে। তদন্তে নেমে সেই পড়ুয়ার আত্মহত্যার কারণ জানতে পরেই চমকে ওঠে পুলিশ।
জানা গেছে, পদার্থবিদ্যা পরীক্ষায় করণবীর সিংহ নামে সেই ছাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। তার পরে ক্রমশ অবসাদে ভুগছিল সে। এ পরেই গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে দাবি তার পরিবারের।
পরিবারের আরও দাবি, স্কুলে দশম শ্রেণির পরীক্ষায় ভাল ফল করেছিল করণবীর। সম্প্রতি আইআইটি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামান্য তিনটি প্রশ্নের উত্তর না দেওয়ার জেরে করণবীরের জীবনঘাতী সিদ্ধান্তের কথা ভেবে অবাক হয়ে যাচ্ছেন পরিবারে সদস্যরা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর