রাশিয়ার ইয়াকুৎসক বিমানবন্দরে দেখা মিলল অদ্ভুত এ দৃশ্য। সেখানে রানওয়ে জুড়ে ছড়িয়ে আছে সোনার বার। জানা যায়, বৃহস্পতিবার একটি বিমান টেক অফের সময় ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও।
জানা গেছে, প্রায় সাড়ে ৯ টন সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু নিয়ে রাশিয়ার এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাচ্ছিল একটি কার্গো বিমান। রানওয়ে থেকে আকাশে ওঠার পর হঠাৎ করে খুলে যায় বিমানটির একটি দরজা। হুড়মুড়িয়ে পড়তে থাকে বিশাল বিশাল সোনার বার।
পাইলট ও ক্রুরা বুঝতে পারার আগেই মাটিতে পড়ে যায় ১৭২টি সোনার বার। এগুলোর একেকটির ওজন ২০ কেজি বলে জানিয়েছে রাশিয়া। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এই সব সোনার মোট মূল্য হবে অন্তত ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার।
সব সোনাই উদ্ধার করা হয়েছে। পরে বিমানটি সফলভাবে অবতরণ করে।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ