শরীর সুস্থ রাখতে অনেক কিছুই করে মানুষ। সকাল-বিকেল হাঁটাহাটি, জিমে গিয়ে ঘাম ঝরানো, খাবারদাবারে প্রচণ্ড সংযম, নিজের সাধ্যের বাইরে বেরিয়ে ওয়ার্কআউট করা। তবে সম্প্রতি শরীরচর্চার উদ্দেশ্যে রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা জড়ো করছে মানুষ। আর জগিং করার সময় স্বেচ্ছায় পরিবেশের আবর্জনা জড়ো করার এই ধারণাকেই বলা হচ্ছে প্লগিং।
সম্প্রতি এই প্লগিং ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে বিশ্বের অনেক দেশে। সম্প্রতি ভারতের মুম্বাই শহরেও এই প্লগিং-এর যাত্রা শুরু হয়েছে।
প্রতিদিন সকালে মুম্বাই শহরের একদল মানুষ প্লগিং করছে।
ভিডিও :
বিডি প্রতিদিন/এনায়েত করিম