এমন নজিরবিহীন কাণ্ড বোধ হয় এর আগে কোনও ওয়াইল্ড লাইফ সংস্থারই নজরে আসেনি। নজরে আসেনি হয়তো এই বিশ্বের কোনো প্রান্তের কোনও কোনও দেশের মানুষের। ঠিক এমনই এক কাণ্ড ঘটল অস্ট্রেলিয়ায়। যা শুনলে হয়তো যে কারও চোখ চড়কগাছ হয়ে উঠতে পারে।
ফেসবুকে অস্ট্রেলিয়ার এক ওয়াইল্ড লাইফ সংস্থা একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিটি আদতে একটি বাচ্চা পাইথন সাপের। কিন্তু নজরকাড়ার বিষয়টি হল সেই বাচ্চা পাইথনের তিনটি চক্ষু। আর সেই ছবিটিই এখন নেটদুনিয়াতে রীতিমতো ভাইরাল।
অস্ট্রেলিয়ার আর্নহেম হাইওয়েতে ওই শিশু পাইথনটি নজরে আসে- Northern Territorry Parks and Wildlife'র। ৪০ সেন্টিমিটার সাপটির অতিরিক্ত আর একটি চোখ লক্ষ্য করা গেছে। তবে খাদ্যের সন্ধানে ছুটে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছে ওই ছোট্ট সাপের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর