বিভিন্ন সময়ে বিভিন্ন নারী ও পুরুষ নিজেদের যৌন হেনস্তা, শারীরিক ও মানসিক অত্যাচারের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন গত বছর। সারা বিশ্বে এই মুভমেন্ট 'মি টু' নামে ভাইরাল হয়েছিল। ভারতে যে নারী প্রথম মুখ খুলেছিলেন তিনি এবার নিজের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন।
নিজের প্রেমিকের সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন সাহসী এই নারী। মুম্বাইয়ের বাসিন্দা শ্রুতি চৌধুরী নিজের ভয়ানক অভিজ্ঞতা এই কারণেই শেয়ার করেছেন যাতে আর পাঁচজন তার থেকে সাহস পায়। কারণ যখন প্রথম ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল সেটা যে নির্যাতন বা হেনস্তার পর্যায়ে পড়ে সেটা বোঝার ক্ষমতাও তার ছিল না।
স্কটল্যান্ডের একটি ট্রিপের সময় তাদের পরিস্থিতি খুব খারপ দিকে যায়। প্রথম সে রাগ দেখায় কেন তার সঙ্গে শয্যা সঙ্গিনী হচ্ছেন না শ্রুতি। শ্রুতি এরপর যখন সেই প্রস্তাবে রাজি হন তার পরিস্থিত আরও খারাপ জায়গায় পৌঁছায়।
শারীরিক ঘনিষ্ঠটার সময় তাকে ক্ষতিবিক্ষত করে দেওয়ার পর তাকে কামড়াতে শুরু করেন তার সেই প্রমিক। এরপর আর সেই সম্পর্ক রাখেননি তিনি। এরপরেও একসঙ্গে কাজ করতেন তারা। কিন্তু ধীরে ধীরে শ্রুতি বুঝতে পারেন ব্যক্তিগত সম্পর্কে থাকলেও তার প্রেমিক তার সঙ্গে যেভাবে অত্যাচার করেছেন সেটা গ্রহণযোগ্য নয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর